রায়গঞ্জে ডিওয়াইএফআই এর প্রকাশ্য সমাবেশে প্রাক্তন এম পি মইনুল হাসান


রবিবার,২৩/০৮/২০১৫
483

বিকাশ সাহাঃ    সব যুবকের কাজের দাবীতে কোটি কোটি যুবকের রাস্তায় দাঁড়ানো ছাড়া আর উপায়ন্তর নেই। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে এসে একথা বললেন প্রাক্তন এম পি মইনুল হাসান।
ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (ডিওয়াইএফআই) এর রায়গঞ্জ জোনাল কমিটির ৯ম সম্মেলন উপলক্ষে এদিন রায়গঞ্জের মহারাজা হাটে প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন এম পি মইনুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন, বামফ্রন্টের বিধায়ক খগেন্দ্রনাথ সিংহ, ডিওয়াইএফআই রাজ্য নেতা উদয় রায়, জেলা নেতা কার্ত্তিক দাস সহ প্রমুখ।
প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মইনুল হাসান বলেন, প্রায়মারী শিক্ষক থেকে সরকারী কর্মচারীর জন্য বাজার দর শুরু হয়েছে। নিচু তলার হরিদাস থেকে উচু তলার প্রিয়দাস তোলাবাজিতে নাম লিখিয়েছে। আর নয় যুবকরা সজাগ সতর্ক। সব যুবকের কাজের দাবীতে কোটি কোটি যুবকের রাস্তায় দাঁড়ানো ছাড়া আর উপায়ন্তর নেই।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট