প্রধানমন্ত্রী মোদী রানি গাইদিনলিউর জন্মশতবার্ষিকীতে ভাষণ দিলেন


সোমবার,২৪/০৮/২০১৫
361

খবরইন্ডিয়াঅনলাইনঃ     রানি গাইদিনলিউর জন্ম শতবার্ষিকীতে দিল্লিতে বক্তব্য পেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী এদিন বলেন, “এটা দেশের জন্য দুর্ভাগ্যজনক যে রানি গাইদিনলুইর মত বহু সংগ্রামীকেই ইতিহাস আর মনে রাখেনি।

মোদী এদিন আরও বলেন, “হয় আমরাই ভুলে গিয়েছি তাদের, অথবা আমাদের ভুলতে বাধ্য করা হয়েছে।” প্রধানমন্ত্রীর অভিযোগ, স্বাধীনতার পর রাজনৈতিক উদ্দেশে রানি মা-র মত ব্যক্তিত্বকে তাঁর নিজের গ্রামেই ঢুকতে দেওয়া হয়নি।” রানিমা মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত ছিলেন বলেও জানান মোদী। রানি মা-র ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর বার্তা ছড়িয়ে গিয়েছিল উত্তর-পূর্ব ভারতের প্রত্যন্ত এলাকাতেও। তাঁর স্মৃতিচারণা করতে গিয়ে নরেন্দ্র মোদী বলেন, “ভারতকে নয়া উচ্চতায় পৌঁছে দেওয়ায় ছিল রানিমার স্বপ্ন।”

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট