যাত্রীবাহী ট্রেকার উল্টে গেল কালিয়াগঞ্জে


সোমবার,২৪/০৮/২০১৫
489

বিকাশ সাহাঃ    যাত্রীবাহী ট্রেকার উল্টে গেল কালিয়াগঞ্জে। এদিন রবিবার সকাল ১১ টা নাগাত রায়গঞ্জ-বালুরঘাট গামী রাজ্য সড়ক দিয়ে রায়গঞ্জ থেকে কালিয়াগঞ্জের দিকে আসছিল যাত্রীবাহী একটি ট্রেকার।  কালিয়াগঞ্জ থানার অন্তর্গত মদনপুর এলাকায় ১০এ রাজ্য সড়কের উপর ট্রেকারের সামনের চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রন হারায়। ১২ জন যাত্রী সহ ট্রেকারটি রাস্তার পাশের একটি পুকুরে পরে উল্টে যায়। এই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণহানীর মতো ঘটনা না ঘটলেও বেশ কয়েকজন আহত হয়। স্থানীয় বাসিন্দারা জলের মধ্যে পরে থাকা ট্রেকারের যাত্রীদের উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রায়গঞ্জ জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে পুলিশ এসে ট্রাক্টরের সাহায্যে ট্রেকারটি জল থেকে তুলতে সক্ষম হয়। সেই সঙ্গে ট্রেকারের নিচে কেউ চাপা পরে আছে কিনা তা খতিয়ে দেখেন কর্তব্যরত পুলিশ অফিসাররা। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুক্ষন রাজ্য সড়ক অবরোধ হয়ে পড়লেও কিছু সময় বাদে যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী।  RSCN7246

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট