হেমতাবাদ ব্লকের বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা দখল করলো তৃনমূল কংগ্রেস


মঙ্গলবার,২৫/০৮/২০১৫
744

বিকাশ সাহাঃ    আদালতে মামলা পাল্টা মামলার পর অবশেষে প্রায় ১১ মাস পরে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের অন্তর্গত ২ নম্বর বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা দখল করলো তৃনমূল কংগ্রেস। গত পঞ্চায়েত নির্বাচনে ১৭ টি আসন বিশিষ্ট বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতে চতুমুখী লড়াইয়ে সিপিআইএম ৮ টি, কংগ্রেস ৭ টি, ফরওয়ার্ডব্লক ১ টি ও সমাজবাদী পার্টি পায় ১ আসন। যদিও তৃনমূল কংগ্রেস একটি আসনেও জয়লাভ করতে পারেনি। এরপরে ফরওয়ার্ডব্লক, সমাজবাদী পার্টি ও কংগ্রেস মিলে বোর্ড গঠন করে। প্রধান হন কংগ্রেসের বিন্নাতুন খাতুন। পরবর্তী সময়ে কংগ্রেস ও সিপিআইএমের বেশ কিছু সদস্য তৃনমূল কংগ্রেসে যোগদান করেন। এরপরেই প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। বিন্নাতুন খাতুন উচ্চ আদালতের দারস্ত হলে কিছুদিন বোর্ড গঠন প্রক্রিয়া স্থগিত থাকে। এরপরেই তৃনমূল কংগ্রেসও উচ্চ আদালতের দারস্ত হলে মহামান্য আদালত নতুন করে বোর্ড গঠনের নির্দেশ দেয়। সেই অনুসারে এদিন মঙ্গলবার হেমতাবাদের পঞ্চায়েত ডেভলপমেন্ট অফিসারের উপস্থিতিতে ভোটাভুটি হলে প্রধান পদ প্রার্থী বিন্নাতুন খাতুন পায় ৮ টি ভোট ও তৃনমূল কংগ্রেসের প্রার্থী শেফালি বেগম পায় ৯ টি ভোট। ভোটে জিতে প্রধান হিসেবে নিযুক্ত হন শেপালি বেগম। প্রধান নির্বাচনকে কেন্দ্র করে ২ নম্বর বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েত চত্তরে পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়।  DSCN8170

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট