খবরইন্ডিয়াঅনলাইনঃ চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন বাঙালি অভিনেতা মিঠুন চক্রবর্তী। রাশিদ পলাশ ও হাসান জাকিরের যৌথ পরিচালনায় ‘জন্মভূমি’-তে অভিনয় করবেন। দেশভাগের গল্প নিয়ে নির্মিত ছবিতে মিঠুন অভিনয় করবেন গৌরাঙ্গ চরিত্রে। রাশিদ পলাশ জানান, ১৯৪৭ সালে দেশ
বিভাগের পর বিশাল জনগোষ্ঠীর ভারতে চলে যাওয়া, পূর্ব-পাকিস্তানের জনগণের ওপর কেন্দ্রীয় সরকারের নির্যাতনের ঘটনা নিয়ে আবর্তিত হয়েছে সিনেমার কাহিনী। সিনেমায় দেখা যাবে, গৌরাঙ্গ কখনও মাতৃভূমির ইস্যুতে আপস করেন না। আত্মীয়স্বজন সবাই ভারতে পাড়ি জমালেও তিনি থেকে যান পূর্ব পাকিস্তানে। তারপর তার ওপর নেমে আসে অত্যাচারের খড়গ। সিনেমাতে মিঠুন ছাড়াও বেশ কয়েক জন ভারতীয় অভিনেতা-অভিনেত্রী থাকছেন। থাকছেন বাংলাদেশের অনেকে। তবে এখনও সব কিছু চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পলাশ।ছবিটির ৭০ ভাগের শুটিং হবে ভারতে।
Auto Amazon Links: No products found.