বর্ষসেরা সাঁতারু সায়নী


বৃহস্পতিবার,২৭/০৮/২০১৫
565

পূর্ণেন্দু চক্রবর্তীঃ বালির অভাবী পরিবারের মেয়ে সাঁতারু সায়নী ঘোষ। বালি স্টেশনের ফুটপাতে একটা রোলের দোকান। কোনও ক্রমে বাবা ও মা রোল বিক্রি করে সংসার চালান। তারই মাঝে মেয়ে সায়নীকে সাঁতারে বড় জায়গায় নিয়ে যেতে কোনও কষ্টকেই জায়গা দিতে চান না বাবা- মা। ইতিমধ্যে রাজ্য থেকে জাতীয় সাঁতারে সাফল্য সায়নীর নামের পাশে লেখা হয়ে গিয়েছে। রেকর্ড গড়ে ফেলেছে রাজ্য সাঁতারে সায়নী। বাংলার সাঁতারে একটি নাম। এই কৃতিত্বে ক্যালকাটা জার্নালিস্ট ক্লাব বর্ষসেরা ক্রীড়াবিদ হিসেবে সাঁতারু সায়নী ঘোষকে সন্মান জানাবে ৩০ আগস্ট রবীন্দ্রসদনে। পুরস্কার তুলে দেবেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। সঙ্গে থাকবেন ইস্টবেঙ্গল ক্লাবের কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য ও মোহনবাগানের কোচ সঞ্জয় সেন। সৌজন্যেঃ দৈনিক স্টেটসম্যান। ( ছবিঃ প্রতিকী)। 

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট