নবান্ন অভিযানে হাওড়া – কলকাতায় ইট বৃষ্টি ও লাঠি চার্জ, বিমান বসুর মাথায় আঘাত লাগলো


বৃহস্পতিবার,২৭/০৮/২০১৫
489

খবরইন্ডিয়াঅনলাইনঃ    বাম দলের ডাকে কৃষকসভার নবান্ন অভিযানকে কেন্দ্র করে উত্তাল হল হাওড়া ও কলকাতা।রাসমনি রোড থেকে শুরু হওয়া মিছিল ডাফরিন রোডে পৌছলেই বাধা দেয় পুলিশ। পুলিসের লাঠির ঘায়ে মাথা ফাটল বিমান বসুর। কলকাতার ডাফরিন রোড ও মেয়ো রোডের সংযোগস্থলে গাঁধী মূর্তির কাছে মিছিল পৌঁছলে পুলিশ বাধা দেয়। রেড রোডে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় মিছিলকারীদের।হাওড়ার ফোরশোর রোডে কয়লা ডিপো ক্রসিংয়ে আটকে দেওয়া হয় মিছিল। মিছিলকারীরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে শুরু হয় ধাক্কাধাক্কি। নামানো হয় র্যা ফও। পুলিসকে লক্ষ্য করে ছোড়া ইটে মাথা ফেটে যায় এক পুলিসকর্মীর। পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাসের শ্যেল ফাটায় পুলিস। খিদিরপুরে সুজন চক্রবর্তীর নেতৃত্বে বামেদের মিছিল পিটিএস মোড়ে আটকে দেয় পুলিস। ব্যারিকেড ভাঙার চেষ্টা হলে পুলিসের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিক্ষোভকারীদের। হাওড়ার বেলেপোলে পুলিসের গাড়ি ও জল কামান ভাঙচুর করে বিক্ষোভকারীরা।বাম নেতা সূর্যকান্ত মিশ্র জানিয়েছেন, ‘‘কৃষকস্বার্থ রক্ষা না হলে আন্দোলন চলবেই।’’ তাঁর আরও অভিযোগ, গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। পুলিশ এদিন তৃনমূলের গুন্ডাবাহিনীর ভূমিকা পালন করেছে বলে অভিযোগ করেন বিমান বসু। ( ছবিঃ ওয়েবসাইট)।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট