মুখ্যমন্ত্রী বললেন নবান্ন অভিযান নারকীয়


শুক্রবার,২৮/০৮/২০১৫
380

খবরইন্ডিয়াঅনলাইনঃ     বামেদের নবান্ন অভিযান কর্মসূচিকে নারকীয় তাণ্ডব বলে কটাক্ষ মুখ্যমন্ত্রীর। পাশাপাশি পুলিশের ভুমিকার ঢালাও প্রশংসা শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়। ২৮ অগাস্ট তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ তিনি বলেন, “পুলিশ খুব ভাল কাজ করেছে। টপ টু বটম। পুলিশ কে আমি বলেছি মাথা ঠাণ্ডা করে মোকাবিলা করুন। আন্দোলনকে সৌহার্দ্য দেখিয়েছে পুলিশ, এদিন বিমান বসু কে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন ” হঠাৎ করে লরি থেকে এক নেতা নেচে নেচে বলছেন ইট মার, পাথর মার। নেতা হয়ে যাবেন এই ভাবে? রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গেছেন। নেতা কাজের মধ্যে দিয়ে গড়ে ওঠে। বামফ্রন্ট সরকারকে মানুষ বর্জন করেছে। আপনারা আর বাংলায় ক্ষমতায় আসবেন না। ( ছবিঃ ওয়েবসাইট)।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট