খবরইন্ডিয়াঅনলাইনঃ প্রথম ম্যাচে স্পোর্টিং গিজনের জালে বলই জড়াতে পারেনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফলে মৌসুরে শুরুতেই হোঁচট খেতে হয়েছিল তাদের। কিন্তু দ্বিতীয় ম্যাচে অসাধারণভাবে খেলায় ফিরল লজ ব্লাঙ্কোজরা। সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল বেটিসের জালে গুনে গুনে ৫ বার বল জড়িয়েছে রিয়াল মাদ্রিদ।
জোড়া গোল দিয়েছেন হামেস রদ্রিগেজ আর গ্যারেথ বেল। বাকি গোলটি দিয়েছেন করিম বেনজেমা। এই ৫ গোলেই বার্নাব্যুতে রাফায়েল বেনিতেজের অভিষেকটাকে স্মরনীয় করে রাখল রিয়াল মাদ্রিদ। তবে, এতগুলো গোল হলেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এখনও গোল বঞ্চিত।
Auto Amazon Links: No products found.