উত্তর দিনাজপুর জেলায় বন্ধে ব্যাপক সারা, দাবী বামফ্রন্ট নেতৃত্বের


বুধবার,০২/০৯/২০১৫
531

বিকাশ সাহাঃ    ১৭ টি বামপন্থী দলের ডাকা সাধারণ ধর্মঘটে শুনশান উত্তর দিনাজপুর জেলা। দাবী করেন সিপিআইএমের জেলা সম্পাদক অপূর্ব পাল।
এদিন বুধবার সকালের দিকে উত্তর দিনাজপুর জেলায় বেশ কয়েকটি সরকারী বাস চলাচল করলেও তাতে যাত্রীর সংখ্যা প্রায় ছিল না বললেই চলে। ট্রেন চলাচলে বন্ধের কোনও প্রভাব পরেনি। রাস্তায় নামেনি কোনও বেসরকারী বাস, লরি। বন্ধ ছিল দোকানপাট। পুলিশের সহযোগিতায় পিকেটিং সরিয়ে সরকারী অফিস খোলা হয় বিভিন্ন যায়গায়। বন্ধের জেরে দুর্ভগে পড়েন নিত্য যাত্রীরা। বন্ধকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সে কারণে রায়গঞ্জ সহ জেলার বিভিন্ন ব্লকে বাড়তি পুলিশ ও র‍্যাফ মোতায়েন করা ছিল। ধর্মঘটের সমর্থনে রায়গঞ্জে মিছিল করার সময় রায়গঞ্জের বি বি ডি মোড়ে মিছিলের রাস্তা আটকে সিপিআইএমের জেলা সম্পাদক অপূর্ব পাল, সি আই টি উ জেলা সভাপতি পরিতোষ দেবনাথ, মহিলা নেত্রী কৃষ্ণা সেনগুপ্ত সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। এদিনও বন্ধের বিরোধিতায় রায়গঞ্জের কর্ণজোড়া চত্বরে মোটর বাইক নিয়ে দাপিয়ে বেরাল তৃনমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিউসির সদস্যরা।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট