কাকা খেলবেন বাছাই পর্বে


বৃহস্পতিবার,০৩/০৯/২০১৫
543

খবরইন্ডিয়াঅনলাইনঃ   শুরু হচ্ছে ২০১৮ বিশ্বকাপের বাছাই পর্ব। বাছাই পর্বে ল্যাটিন আমেরিকা অঞ্চলের অন্যতম সেরা দল ব্রাজিল। আর সেলেকাওদের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে খেলতে চান মিডফিল্ডার কাকা। তিনি জানান, দলে থাকার ব্যাপারে কোচ দুঙ্গাকে তিনি সন্তুষ্ট করতে পারবেন।

৩৩ বছর বয়সী কাকা বিস্ময় জাগিয়ে এবার ব্রাজিল দলে জায়গা পান। সেপ্টেম্বরে শেভ্রোলেট ব্রাজিল গ্লোবাল সফরে কোস্টারিকা ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামতে পারেন তিনি।

সাবেক ব্যালন ডি’অর জয়ী তারকা বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ওরল্যান্ডো সিটির হয়ে খেলছেন। তিনি জানান, ব্রাজিল দলে তিনি তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারবেন।

কাকা বলেন, ‘আমি মনেকরি আমার অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারবো। তবে অবশ্যই এখানে আমার আচরণ অনেক বড় ব্যাপার। আসলে জাতীয় দলে ফিরতে পারাটা বিশেষ কিছু।’

সাবেক রিয়াল মাদ্রিদ ও এসি মিলানের এ তারকা আরো বলেন, ‘আমি জানি না দুঙ্গার পরিকল্পনা কি?  তবে আমি যদি কোস্টারিকা ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে সুযোগ পাই তাহলে নিজেকে আমি বাছাই পর্বের জন্যও যোগ্য বলে প্রমাণ করবো।’

কাকা ২০০২ সালে ব্রাজিল বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। এখন পর্যন্ত তিনি সেলেকাওদের হয়ে ৮৯ ম্যাচে ২৯টি গোল করেছেন।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট