বিকাশ সাহাঃ থানার ভিতর আচমকা বোমা ফেটে আহত হলেন দুই পুলিশ কর্মী সহ এক সিভিক ভলেন্টিয়ার। উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার ভিতরে ঘটনাটি ঘটেছে। আহতরা হলেন এস আই পরান মণ্ডল, এ এস আই দীপঙ্কর চক্রবর্তী ও সিভিক ভলেন্টিয়ার মনিরুল ইসলাম।
থানা সুত্রে জানাযায়, এদিন রবিবার সকাল সাড়ে এগারোটা নাগাত থানার ভিতরে থাকা পরিত্যক্ত ব্যাগ সরাতে গেলে বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা থানা। বিস্ফোরণে গুরুতর জখম দুই পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ার সহ তিনজনকে ইটাহার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে এস আই পরান মণ্ডলের অবস্থার আরও অবনতি হলে তাঁকে রায়গঞ্জ জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ইটাহার থানার পুলিশ কর্মীরা। ঘটনার সরজমিনে তদন্তে নেমেছে পুলিশ।
ইটাহার থানায় বোমা বিস্ফোরণে আহত পুলিশ কর্মী
রবিবার,০৬/০৯/২০১৫
587