মোল্লা জসিমউদ্দিন, মঙ্গলকোটঃ কাটোয়া – বারুই গামী সড়কে পঞ্চাননতলা মোড়ের কাছে সেতুটির বেশির ভাগ রেলিং নেই বললেই চলে। প্রতিদিন কাটোয়া থেকে বারুই – কৈথন – কৈচর গামী অসংখ্য যাত্রীবাহী বাস যাতায়াত করে থাকে। দীর্ঘদিন পুরানো এই সেতুর পিলারগুলি অত্যন্ত দুর্বল। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ায় আশঙ্কা করছেন নিত্য যাত্রীরা। অল্প বৃষ্টিতেই সেতুর উপর জলের স্রোত চলে। তাই নতুন সেতু নির্মাণের দাবিতে সরব স্থানীয় বাসিন্দারা।
কাটোয়ায় বেহাল সেতু
রবিবার,০৬/০৯/২০১৫
493
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: