খবরইন্ডিয়াঅনলাইনঃ আগুনে ভস্মীভূত গাড়ির গ্যারাজ। শ্যামবাজারের দেশবন্ধু পার্কের ঘটনা। বৃহস্পতিবার বেলা ১২ টা নাগাদ আচমকাই আগুন লেগে যায় একটি গাড়ির ইঞ্জিনে। অন্যন্য দিনের মতো এ দিনও সেখানে কাজ চলছিল। একটা গাড়ি থেকে অন্য গাড়ি গুলিতেও আগুন ছড়িয়ে পড়ে। গ্যারাজে থাকা একটি সিলিন্ডার ফেটে যায়।ঘন জনবসতিপূর্ণ ওই এলাকায় আগুনে আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে। দমকলের ৫টি ইঞ্জিন দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বিযাক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন গ্যারাজের মালিক-সহ দু’জন।তাঁদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তদন্ত চলছে কি ভাবে এই অগ্নিকান্ড।
শ্যামবাজারের কাছে ভয়াবহ অগ্নিকান্ড
বৃহস্পতিবার,১০/০৯/২০১৫
425
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: