যাদবপুর রেল ষ্টেশন থেকে উদ্ধার হল উত্তর দিনাজপুর জেলার এক নাবালক


শনিবার,১২/০৯/২০১৫
635

বিকাশ সাহাঃ    উত্তর দিনাজপুর জেলার এক নাবালককে উদ্ধার হল যাদবপুর রেল ষ্টেশন থেকে।। কাজের প্রলোভন দেখিয়ে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের শিতপরা এলাকার হত দরিদ্র পড়িবারের পিতৃহারা নাবালক অর্জুন মার্ডিকে(১৫) কোলকাতার মুরগির ফার্মে কাজ করতে নিয়ে যায় কয়েকজন যুবক। অর্জুনের বাবা কুমার মার্ডি বেশ কিছুদিন আগে মারা গিয়েছেন। মা মাইস সোরেন চা বাগানের শ্রমিক। খুব কষ্টের মধ্যদিয়ে সংসার চালাতেন মা। অজ্ঞাত পরিচিত কয়েকজন যুবক অর্জুনকে ৭ মাস আগে কাজের প্রলোভন দেখিয়ে কোলকাতায় নিয়ে যায়। সেখানে তাকে দিয়ে কঠোর পরিশ্রম করানোর পাশাপাশি তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হত বলে অভিযোগ। কোলকাতার মুরগির ফার্ম থেকে সুযোগবুঝে অর্জুন পালিয়ে যায়। ট্রেনে চেপে ভুলবশত সে যাদবপুর ষ্টেশনে নামে। যাদবপুর ষ্টেশনে উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করতে দেখে রেল পুলিশ অর্জুনকে জিজ্ঞাসাবাদ শুরু করলে অর্জুন সমস্ত ঘটনা বিস্তারিত ভাবে রেল পুলিশকে জানায়। এরপরেই রেল পুলিশ অর্জুনকে কোলকাতার চাইল্ড লাইনের হাতে তুলে দেয়। কোলকাতার চাইল্ড লাইন,  অর্জুনকে তুলে দেয় উত্তর দিনাজপুর জেলা চাইল্ড লাইনের হাতে । শিশুটিকে মায়ের কোলে ফিরিয়ে দিতে উত্তর দিনাজপুর জেলা চাইল্ড লাইন শিশুটির পড়িবারের সঙ্গে কথা বলে। আপাতত অর্জুনকে কালিয়াগঞ্জের কুনোরের একটি হোমে রাখা হয়েছে। DSCN8170

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট