লিয়েন্ডার – হিঙ্গিস ইতিহাস গড়ল


রবিবার,১৩/০৯/২০১৫
549

খবরইন্ডিয়াঅনলাইনঃ    অভূতপূর্ব বললেও কম বলা হয়৷ যুক্তরাষ্ট্র ওপেনে ফের একবার নিজের জাত চিনিয়ে দিলেন লিয়েন্ডার পেজ৷ মার্টিনা হিঙ্গিসকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্র ওপেন ছিনিয়ে নিলেন তিনি৷ লিয়েন্ডাররা হারালেন টুর্নামেন্টের চতুর্থ বাছাই মার্কিনি জুটি স্যাম কুয়েরি ও বেথানি-ম্যাটেক স্যান্ডসকে৷লিয়েন্ডারদের পক্ষে ফল ৬-৪ ৩-৬ ১০-৭৷

লিয়েন্ডার ও হিঙ্গিসের অনবদ্য পার্টনারশিপ এই মরশুমে তিনটি গ্র্যান্ড স্ল্যাম মিক্সড ডাবলস খেতাব জিতে নিল৷পাশাপাশি ১৯৬৯-এর পর লিয়েন্ডাররাই প্রথম মিক্সড ডাবলস জুটি. যারা একই মরশুমে টানা তিনটি গ্র্যান্ড স্ল্যাম জেতার নজির গড়লেন৷ ৪৬ বছর আগে মাইলস্টোন গড়েছিলেন মার্টি রিয়েসেন ও মার্গারেট কোর্ট৷এই জয়ের সঙ্গেই বছর বিয়াল্লিশের লিয়েন্ডারের ঝুলিতে চলে এল ১৭টি মেজর খেতাব৷ পাশাপাশি ৩৪-এর হিঙ্গিসের এটি ১৯তম মেজর খেতাব৷

ম্যাচ জিতে উচ্ছ্বসিত লিয়েন্ডার ও হিঙ্গিস৷ একে অপরের প্রশংসায় পঞ্চমুখ৷ লিয়েন্ডার বলছেন,‘ মার্টিনা কোর্টের বাইরেও একজন কিংবদন্তি৷ ও আমার বেস্ট ফ্রেন্ড৷ মার্টিনা অসাধারণ৷’ হিঙ্গিস বলছেন,‘আমি অত্যন্ত ভাগ্যবান যে লিয়েন্ডারের মতো একজন পার্টনারকে পাশে পেয়েছি।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট