রোনাল্ডোর হ্যাটট্রিক


বুধবার,১৬/০৯/২০১৫
549

খবরইন্ডিয়াঅনলাইনঃ    শনিবার এস্পানিওলকে গুনে গুনে ৫ গোল দিয়ে চলতি মৌসুমে গোল খরা কাটিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কে জানত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও হ্যাটট্রিকের এ ধারা অব্যাহত রাখবেন তিনি!

হ্যাঁ, টানা হ্যাটট্রিক রোনাল্ডো কাছে নতুন কিছু নয়। প্রতিদিনই নতুন নতুন রেকর্ড ভাঙছেন রোনাল্ডো আর তার প্রতিদ্বন্দ্বী মেসি। টানা হ্যাটট্রিক এর আগে আরও করেছেন। তবে এবারেরটা একটু অন্যরকম এ কারণে যে, এর মাধ্যমে মেসিকে হটিয়ে এককভাবে চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেন তিনি। অবশ্য মেসির সামনে বুধবারই এই রেকর্ড ভাঙার সুযোগ থাকছে।

রাশিয়ান ক্লাব শাখতার দোনেৎস্কের বিরুদ্ধে গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে রাফায়েল বেনিতেজের রিয়াল মাদ্রিদ। খেলার ৩০ মিনিটে করিম বেনজেমার গোলে এগিয়ে যায় তারা। ওই গোলের ওপর ভর করেই প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই নিজ রূপে ফিরে আসেন রোনাল্ডো। খেলার ৫৫ ও ৬৩ মিনিটে পেনাল্টি থেকে দুই গোল করেন তিনি। এর পর ৮১ মিনিটে কর্নার থেকে পাওয়া বলে হেডে শাখতারের জালে বল জড়ান রোনাল্ডো।

এই হ্যাটট্রিকের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ৮০ গোলের মালিক হলেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে রোনাল্ডো এখন সর্বোচ্চ গোলদাতা। এর আগে ৭৭ গোল নিয়ে আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসির সঙ্গে সর্বোচ্চ গোলদাতার আসনটি ভাগাভাগি করেছিলেন তিনি।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট