পূর্ণেন্দু চক্রবর্তীঃ হাওড়া থেকে বেশ কিছুটা দূরে সাঁতরাগাছি। সেখান থেকে একটু গ্রামের পথে। হাঁটতে হাঁটতে অন্য ভাবনা মনকে নাড়া দিয়ে যায়। সেখানেই আলোর বিচ্ছুরণ। আল আমিন মিশন। সেরা ছাত্রদের সম্বধনা। মঞ্চে হাজির সেচ মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ও প্রাক্তন ফুটবলার ভুবন চ্যাটাজি সঙ্গে মিশনের সম্পাদক এন নুরুল ইসলাম। সবার অনুরোধে খেলার গান গাইলেন ভুবন। গানের কথায় আর সুরের মায়ায় মেতে গেলেন ছাত্র থেকে প্রত্যেক শ্রোতারা। মন্ত্রী রাজীবের অনুরোধে আরও খেলার গান গাইতে হল ভুবনকে। গানের ভেলায় সবাই এক – সেই একতার নাম ফুটবল। “অন্য ভুবন ” আর ” আপন আলোয় ” সিডির গানগুলো তখনও প্রতিধ্বনিত হচ্ছে ” ফুটবল, শুধু ফুটবল ।” সৌজন্যেঃ দৈনিক স্টেটসম্যান।