নিজস্ব সংবাদদাতা, মঙ্গলকোটঃ সম্প্রতি সদর মঙ্গলকোট গ্রামের আস্তানা শরীফ একাদেরীড়া এরশাদিয়াতে শনিবার বিকেল থেকে শুরু হল উরশ উৎসব। সৈয়দ শাহিদুল্লাহ শাহ জাদের আলী আল কাদেরীর ২৪৪ তম তিরোধান উপলক্ষে এদিন হাজার হাজার ধর্ম প্রাণদের সমাগম ঘটে। সারারাত ব্যপি চলবে স্মরণ সভাটি। শুধু বাংলার বিভিন্ন প্রান্তে নয় ভিন রাজ্য, সেই সাথে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ এখানে আসেন। অস্থায়ী তাবু খাটিয়ে চলে নিশিযাপন। মঙ্গলকোটে বাম বিধায়ক শাহজাহান চৌধুরী ‘ সংখ্যালঘু ব্লক ‘ হিসাবে ঘোষিত মঙ্গলকোটে মুসলিম অতিথি নিবাস নির্মাণের দাবি তুলেছেন। এই উরশ উৎসবে কলকাতার তালতলা এলাকায় পীর সাহেবের বংশধররা প্রতিবারই আসেন।
মঙ্গলকোটে উরশ উৎসব
রবিবার,২০/০৯/২০১৫
553