খবরইন্ডিয়াঅনলাইনঃ হয়ে গেছে পুজোর কাউণ্টডাউন। মা দুগ্গার মর্ত্যলোকে আসতে বাকি আর মাত্র কিছুদিন। দম ফেলার সময় নেই পুজো কমিটির উদ্যোক্তা থেকে কুমোরটুলির মৃৎশিল্পীর। গোটা বছরের চিন্তাভাবনার বিকাশ ঘটিয়ে দর্শনার্থীদের চমকে দিতে কসুর নেই কোনও পুজো কর্তাদের৷ শপিং মল থেকে নিউ মার্কেট–সর্বত্রই উপচে পড়া ভিড়৷ পোস্টার, ব্যানার, হোর্ডিংয়ে এ মুখ ঢেকেছে শহর। পুজোর গন্ধ লেগেছে আকাশে-বাতাসে সর্বত্র৷ কুমোরটুলি ঘিরে এখন চরম ব্যস্ততা৷ দিনরাত এক করে চলছে মা-দুগ্গাকে সাজানোর কাজ৷ শুধু তো আর দুগ্গা নয়! সঙ্গে তো কার্তিকের হেয়ার স্টাইল ঠিক করা থেকে মা লক্ষ্মীর চক্ষুদান, সবকিছুই তো সারতে হবে সময়ের মধ্যে৷ পুজোর মাস দুয়েক আগে থাকতেই অতিরিক্ত কর্মী দিয়ে কাজ চলে কুমোরটুলিতে৷ গড়িয়াহাট থেকে নিউমার্কেট, হাতিবাগান, শ্যামবাজার–সকাল থেকেই কেনা-কাটায় মজেছে শহর৷ এই চারটে দিন অন্যের থেকে নিজের দিকে আর পাঁচজনের চোখ ঘোরাতেই শপিং মল থেকে গড়িয়াহাট থেকে নিউমার্কেট, হাতিবাগান, শ্যামবাজার –সর্বত্রই উপচে পড়া ভিড়৷ পুজোকমিটির কর্তাদের মধ্যেও এখন চরম ব্যস্ততা৷ রাত জেগে চলছে মণ্ডপ তৈরির কাজ৷ অন্য বারোয়ারিকে এক বছরের জন্য টক্কর দেওয়ার তো এটাই শেষ সুযোগ৷ পুরস্কার জিতে একে অন্যকে দেখিয়ে দেওয়ার পালা ।
কুমোরপাড়ায় এখন দিনরাত এক
সোমবার,২১/০৯/২০১৫
574