মক্কায় হজ করতে গিয়ে পদপৃষ্ট হয়ে মৃত হেমতাবাদের বাসিন্দা


শুক্রবার,২৫/০৯/২০১৫
741

বিকাশ সাহাঃ    মক্কায় হজ করতে গিয়ে পদপৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল মুন্সী আব্দুল আজিজ(৬১) নামে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের আগাপুর গ্রামের বাসিন্দার। গ্রামে উর্দু বিষয়ের চর্চা করার পাশাপাশি কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন মুন্সী আব্দুল আজিজ। মৃতের ছেলে জহিরুল ইসলাম জানান, নিজ গ্রাম ও পার্শ্ববর্তী গ্রাম থেকে আব্দুল রহিম, আব্দুল মাজিদ, নুরজাহান খাতুন ও তাঁর বাবা মুন্সী আব্দুল আজিজ গত ২৫শে আগস্ট বাড়ি থেকে বেড়িয়ে কোলকাতায় যান। সেখান থেকে বিমানে চেপে তাঁরা গত ২৮শে আগস্ট সৌদিআরবের মক্কার উদ্দেশ্যে রওনা হন। গতকাল মক্কায় পদপৃষ্ট হয়ে ৭১৭ জন হজ যাত্রীর মৃত্যুর খবর শুনে আতঙ্কিত হয়ে পড়েছিলেন হজ যাত্রীর পড়িবারের লোকেরা। মৃত আজিজ সাহেবের ছেলে আরও জানান, গতকাল তাঁর বাবা ও তাঁর বাকি সহযাত্রীরা মক্কার সাঁওতালতোলা এলাকায় গিয়েছিলেন। সেখানে প্রচণ্ড হুড়াহুড়ির মধ্যে পরে মৃত্যু হয় আজিজ সাহেবের। গতকাল মক্কা থেকে মৃত আজিজ সাহেবের সহযাত্রী আব্দুল মাজিদের ফোন মারফৎ এই খবর পাওয়া মাত্র আগাপুর ও পার্শ্ববর্তী গ্রামে শোকের ছায়া নেমে আসে।
হেমতাবাদ সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জয় থাটাল জানান, মৃত্যুর খবর শুনেছি। মৃতের পড়িবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। DSCN8170

Affiliate Link কলকাতার খবর | Kolkata News
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট