কবিতা


শুক্রবার,২৫/০৯/২০১৫
591

অস্থিরতা

ফাতেমা হক মুক্তা 

হৃদপিণ্ডের মাঝখানের যে অস্থিরতা
সেটা হচ্ছে তুমি —-
আমার কাছে ইদানীং খুব অসস্থি লাগলেও
তুমি সেটাকেই সুখ ভেবে নাও,
বেশ । আমি তো তাহলে সুখেই আছি ।

তবে, কবিতার শব্দরা ইদানীং কোথায় যেন আটকে যায়
অবরুদ্ধ হয় শব্দমালা —
আমার কাছে যে এখন, ভালোবাসা শব্দটা অচেনা ।
অশান্ত অন্তর আর দৌড়ায় না ঐ শব্দটির পিছনে—
ঐ শব্দের অনুভূতি ,
মস্তিস্কের সেল গুলিতে আর পৌঁছায় না ।

ইদানীং অনেক গরম চায়েও চুমুক দেই,
আমার আর এখন মুখ পুড়ে না–
পোড়ামুখী বলেই হয়ত এমন টা ।
চায়ের চুমুকে চুমুকে সৃষ্টি হয়,
অসংখ্য অদৃশ্য ভাবনা–
এখন আর কোন কিছুতেই জীবনের হিসেব মিলে না ।

কোর্টপাড়া – কুষ্টিয়া ( বাংলাদেশ )।

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট