বিকাশ সাহাঃ গোপন সুত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে অত্যাধুনিক আগ্নেয়স্ত্র সহ দুই যুবককে গ্রেপ্তার করলো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে রায়গঞ্জের কলেজ পাড়া এলাকা থেকে আগ্নেয়স্ত্র সহ আটক করা হয় গোয়ালপাড়ার বাসিন্দা হরিচরণ দাস(২২) ও শীজগ্রাম নোয়াপাড়ার বাসন্দা সম্রাট সরকারকে(৩৫)। এদের দুজনের কাছ থেকে একটি অত্যাধুনিক নাইন এম এম পিস্তল, ৫ রাউন্ড কার্তুজ ও একটি ধারালো রামপুরী চাকু বাজেয়াপ্ত করা হয়েছে।
রায়গঞ্জ থানার আই সি গৌতম চক্রবর্তী বলেন, কোনও অপরাধ মূলক কাজ করার উদ্দেশ্যে আগ্নেয়স্ত্র নিয়ে বেশ কয়েকজন যুবক কলেজ পাড়া এলাকায় জড় হয়েছিল। খবর পেয়ে আমরা দুজকে ধরতে সক্ষম হলেও বাকিরা দৌড়ে পালিয়ে যায়। এদের সঙ্গে আর কে কে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।
Auto Amazon Links: No products found.