ছড়া


মঙ্গলবার,২৯/০৯/২০১৫
577

লক্ষ্মী উবাচ

অমিয় আদক

কার্তিকেতে পুজো মাগো, এমনিতেতো দেরি,
তাই তোমাকে বলছি মাগো, আগেভাগেই ‘সরি’।
এবার পূজোয় তোমার সাথে, মর্তে যাবো না,
হিসেবেতে দেখছি মাগো, শিডিউল পাব না।
ওই ঠান্ডায় প্যাঁচা আমার, হচ্ছেনাতো রাজী,
দেখছি এখন ও ব্যাটা খুব, হয়েযাচ্ছে পাজি।
ওর প্যাঁচানি বলছে নাকি, সে রয়েছে একা,
ওই ক’দিনে তার সঙ্গে, করতে যাবে দেখা।
বাহন সেতো মাঝে মাঝে, ছুটি নিতেই পারে,
ছুটি নিলে বল আমি, যাবো ক্যামন করে?
নিজের পূজো ক’দিন পরে, ভাবছি মনে তাই,
প্যাঁচা যদি না ফেরে মা, হবে যাচ্ছেতাই।
মর্তেতে মা আইন কানুন, নয়কো মোটেই ভালো,
নিজের পূজোয় একা যাবো? ঘটবে নাতো কেলো?
তুমি আমার দুগ্‌গা মাগো, বল তুমি নিজে,
হিসেব করে আমায় তুমি, দাওনা উপায় খুঁজে।
পূজো নিতে যাবার আগে, করব কেনাকাটি,
যদিও যাই কিনব এবার, নকল গয়নাগাটি।
আমি তোমার লক্ষ্মীমেয়ে, তোমার কথাই শুনি,
সরস্বতী নয়তো আমি, করছিনা ফিচলেমি।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট