বিশেষ প্রতিনিধিঃ ” একা একা একটা ক্ষুদিরাম তৈরী হয় না, গান্ধী তৈরী হয় না, নেতাজী তৈরী হয় না, মার্কস লেলিন, মাও জে-দং কেউ একা একা তৈরী হয়নি।” অনেক মিলে তাদের সর্বস্ব দিয়ে লড়তে পাঠায়। তাই যে কোনো নেতৃত্বের পিছনে আছে অনেক সাধারণ মানুষের আত্নত্যাগ, স্বার্থত্যাগ, অথচ ইতিহাসের পাতায় তাদের কোন নাম নেই। তাদের ত্যাগের বলিদানের কোনো স্বীকৃতি নেই। সর্বপরি যে নেতার জন্য তাদের এই আত্নত্যাগ সে নেতাও মুখ ফিরিয়ে নেয় তাদের দিক থেকে। অথচ ‘ যোদ্ধা ‘ তো তারাই। একা একজন নেতা কতটুকু ? তার সমস্ত ইচ্ছেকে উদ্যমকে প্রেরণা জোগায় তার নিজের গ্রাম, নিজের পরিবার, নিজের প্রেমিকা ও ভাই এবং সন্তানকে। কিন্তু বিনিময়ে তারা কী পায় ?………..
‘ যোদ্ধা ‘ একটু অন্যরকম
মঙ্গলবার,২৯/০৯/২০১৫
496
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: