বিকাশ সাহাঃ গোটা রাজ্যের সাথে সাথে উত্তর দিনাজপুর জেলাতেও উপনির্বাচন হতে চলেছে আগামীকাল শনিবার। জেলার একটি পঞ্চায়েত সমিতির আসনে ও পাঁচটি গ্রাম পঞ্চায়েত আসনে আগামীকাল ভোট গ্রহণ পর্ব শুরু হবে। চোপড়া পঞ্চায়েত সমিতির একটি আসনে ও ইসলামপুর ব্লকের মাটিকুণ্ডা গ্রাম পঞ্চায়েত, গোয়ালপোখর-১ ব্লকের চাকুলিয়া গ্রাম পঞ্চায়েত সহ করণদিঘী গ্রাম পঞ্চায়েতের একটি করে আসনে এবং হেমতাবাদ ব্লকের চৈনগর গ্রাম পঞ্চায়েতের মানিকপাড়া আসনে, হেমতাবাদ ব্লকের নওদা গ্রাম পঞ্চায়েতের রতিবাটি আসনে উপ নির্বাচন হতে চলেছে আগামীকাল। নির্বাচনী কেন্দ্রে যাবার আগে ইভিএম মেশিন সহ নির্বাচনে ব্যবহিত আনুসঙ্গিক জিনিস পত্র মিলিয়ে নিতে ব্যাস্ত হয়ে পড়েছেন ভোট কর্মীরা। শনিবার সকাল ৭ টা থেকে ভোট গ্রহণপর্ব শুরু হবে বলে জানান হেমতাবাদ সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জয় থাটাল।
Auto Amazon Links: No products found.