প্রখর রোদ্রুকে উপেক্ষা করে ভোট দিলেন উত্তর দিনাজপুর জেলার বাসিন্দারা


শনিবার,০৩/১০/২০১৫
581

বিকাশ সাহাঃ    প্রখর রোদ্রুর চোখ রাঙ্গানীকে উপেক্ষা করে এদিন শনিবার সকাল থেকেই নির্বাচনী কেন্দ্রের সামনে লম্বা লাইন চোখে পড়েছে।  গোটা রাজ্যের সাথে সাথে উত্তর দিনাজপুর জেলাতেও এদিন উপনির্বাচন অনুষ্ঠিত হল। জেলার একটি পঞ্চায়েত সমিতির আসনে ও পাঁচটি গ্রাম পঞ্চায়েত আসনে ভোট গ্রহণ পর্ব শুরু হয়। চোপড়া পঞ্চায়েত সমিতির একটি আসনে ও ইসলামপুর ব্লকের মাটিকুণ্ডা গ্রাম পঞ্চায়েত, গোয়ালপোখর-১ ব্লকের চাকুলিয়া গ্রাম পঞ্চায়েত সহ করণদিঘী গ্রাম পঞ্চায়েতের একটি করে আসনে এবং হেমতাবাদ ব্লকের চৈনগর গ্রাম পঞ্চায়েতের মানিকপাড়া আসনে, হেমতাবাদ ব্লকের নওদা গ্রাম পঞ্চায়েতের রতিবাটি আসনে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। উপ নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থার কোনও খামতি ছিল না। শান্তিপূর্ণ ভাবে এদিন ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে।         DSCN8170

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট