বিশেষ সংবাদদাতাঃ শর্ট ফিল্ম মেকার হিসেবে প্রথম ছবি ” প্রয়াস ” বানিয়েই বেষ্ট ডিরেকশন -এর পুরস্কার, তারপর মাত্র কয়েক সেকেন্ডের একটি স্বল্প দৈঘের ছবি ” শ্রী – ক্যাপ ” বানিয়ে সমগ্র এশিয়াতে রেকর্ড করেন জলসা এন্টারটেইনমেন্ট এন্ড ফাইন আর্টস -এর বাঙ্গালী পরিচালক শ্রী অর্জুন ভট্টাচার্য। ” শ্রী – ক্যাপ ” ছবিটি মুক্তি পায় একাডেমী অব ফাইন আর্টসে ২৬ শে এপ্রিল ২০১৫ তে। এশিয়ার অন্তভুক্ত প্রায় ৫০ টি দেশের মধ্যে অর্জুনের এই ছবিটি এখন পর্যন্ত সবচেয়ে কম সময়ের মধ্যে একটি অসাধারণ সৃষ্টি যার মূল বিষয় বস্তু ছিল সম্পর্ক এবং ব্রেকাপ। সম্প্রতি এখন নিজের জীবনের প্রথম পূর্ণ দৈঘের বাংলা ছবি বানাতে চলেছেন অর্জুন। যার নাম হল ” সি – নে – মা “…….। তিনটি ভিন্ন ধরনের গল্প নিয়ে নির্মিত হচ্ছে এই ছবি। অর্জুনের কথায় ( আমি নতুন বা পুরানো বুঝিনা, যদি কারো অভিনয় ভাল লাগে তাহলে তার সাথে কাজ করার জন্য একটা আকর্ষণ অনুভব করি, এমনকি ” শ্রী ক্যাপ ” ছবিতেও আমি সম্পূর্ণ নতুনদের নিয়ে শুটিং করেছিলাম আর সেটাই আমার জীবনে এশিয়াতে রেকর্ড এনে দিয়েছে, ” সি – নে – মা ” -তে টলিউড জগতের পরিচিত শিল্পীদের পাশাপাশি প্রচুর নতুন ছেলে – মেয়েদের কে কাস্টিং করছি এবং এদের সবাইকে নিয়ে বেশ কয়েকটা ওয়াকশপ করার ইচ্ছে আছে চলতি বছর থেকেই, আর শুটিং শুরু করছি ডিসেম্বর থেকে। আমার কাজ -এর সমস্ত কৃতিত্ব আমার মায়ের, সেই কারণে এই ছবিটি আমার মাকে ডেডিকেট করছি। এই ছবিটি আপনারা সবাই মিলে ভালোবেশে সার্থক করে যদি তোলেন, তাহলে মায়ের প্রতি আমার ডেডিকেশন সম্পূর্ণ হবে )। এই নতুন উদ্যোমী পরিচালকের ছবিটি আপনাদের দেখতেই হবে, যাতে পরবর্তীকালে আরও ভালো ছবি দেখতে পাব। অর্জুন নতুন প্রজন্মের পরিচালক তাই, দর্শকদের উপর ছেড়ে দিয়েছে।
বাংলার সিনেমার আকাশে একজন ভালো পরিচালক আসতে চলেছে।
শনিবার,০৩/১০/২০১৫
545
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: