পরিতোষ বর্মণঃ পৃথক দুটি পথ দুর্ঘটনায় আহত হলেন এক টেট পরীক্ষার্থী সহ মোট তিনজন। দুটি পথ দুর্ঘটনায় আজ ঘটে বংশীহারী থানার পাঞ্জরীপাড়া ও কুশকারি এলাকায়। জাহাঙ্গীর আলম নামে একজন টেট পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোটর বাইকে যাবার পথে দুর্ঘটনাটি ঘটে। আহত ওই টেট পরীক্ষার্থীকে রসিদপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় স্থানীয়বাসিরা। অন্য দিকে পাঞ্জরীপাড়া এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কে একটি লরি বাসকে ওভারটেক করতে গিয়ে দুই সাইকেল আরোহীকে ধাক্কা মারে। ঘটনায় সাইকেল থাকা জাননাতুন সুলতানা ও সারবিনা সুলতানা নামে দুই বোন আহত হয়। এদের মধ্যে জাননাতুনের আঘাত গুরুতর বলে জানা গেছে। এলাকাবাসিরা তদের মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করায়।
বংশীহারীতে দুর্ঘটনা
রবিবার,১১/১০/২০১৫
558
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: