তৃণমূল নেতা গুলিবিদ্ধ


মঙ্গলবার,১৩/১০/২০১৫
537

পরিতোষ বর্মণঃ    রবিবার রাতে দুষ্কৃতি দ্বারা গুলিবিদ্ধ হলেন দক্ষিণ দিনাজপুর তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সদস্য তথা বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান লগিন দাস। রাতেই তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে বালুরঘাট ও পরে মালদার একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়। এই নিয়ে গত দু’বছরে দুই দু’বার দুষ্কৃতি হামলায় গুলিবিদ্ধ হলেন তৃণমূলের এই নেতা। রবিবার রাত দশটা নাগাদ বাড়ি ফেরার পথে বাড়ি থেকে কিচ্ছুটা দূরে একদল দুষ্কৃতি তৃণমূল নেতা লগিন দাসকে লক্ষ্য করে গুলি ছোড়ে। দুষ্কৃতিদের ছোড়া গুলি তার ডান কাঁধে লাগে। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় প্রথমে বালুরঘাট সদর হাসপাতালে নিয়ে যায় প্রতিবেশিরা। লগিন দাসের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় মালদার একটি নার্সিংহোমে । সোমবার দুপুরে সেখানে তার অস্ত্রপ্রচার করা হয়। বর্তমানে দুষ্কৃতি হামলায় গুলিবিদ্ধ ওঁই তৃণমূল কংগ্রেস নেতার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। অন্যদিকে ঘটনায় জড়িত দুষ্কৃতিদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ। ঘটনায় মূল অভিযুক্ত ছোটন মহন্ত নামে এক যুবকের নাম উঠে আসায় বালুরঘাট শহর জুড়ে জোর তল্লাশি শুরু করেছে পুলিশ। অভিযুক্ত ছোটন মহন্ত এলাকায় দুষ্কৃতি হিসেবেই পরিচিত। এই ঘটনার পর থেকেই পলাতক রয়েছে সে। তবে অভিযুক্ত ছোটন মহন্তের দাদা ও এক জামাইবাবুকে জিঞ্জাসাবাদের জন্য আটক করে থানা নিয়ে আসে পুলিশ।
বারবার তৃণমূল কংগ্রেস নেতা লগিন দাসের ওপর আগ্নেয়াস্ত্র সহ দুষ্কৃতি হামলার ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজ্যের পূর্তমন্ত্রী তথা বালুরঘাট বিধানসভার বিধায়ক শঙ্কর চক্রবর্তী ও তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বিপ্লব মিত্র। তৃণমূল কংগ্রেস নেতা লগিন দাসের ওপর দুষ্কৃতি হামলার ঘটনায় জড়িত দুষ্কৃতিদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়েছেন তারা।Paritosh Barman_photo

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট