নিজস্ব সংবাদদাতাঃ কাটোয়া সাবডিভিশনাল প্রেস কর্নার এই বছর থেকে ‘ শারদ সম্মান – ২০১৫ ‘ পুরস্কার দিতে চলেছে। প্রথম বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকে পুরস্কার দিয়ে যাত্রা শুরু করবেন। পরে আরও অন্য জেলাকে শারদ সম্মান দেবেন বলে জানিয়েছেন। এই পুরস্কার দেওয়া হবে যারা সরকারি নিয়ম মেনে করছেন তারাই ভূষিত হবেন। এই সম্মানে সহযোগী মিডিয়া হলেন – খবরইন্ডিয়াঅনলাইন ডট কম, আয়না টেলি নিউজ ও অন্যান্য সহযোগীরা হলেন – হালিমপুর গ্রামক সেবা সমিতি, নতুনহাট হক সার্ভিস স্টেশন। এই সমগ্র অনুষ্ঠান সুন্দর করতে সমাজের বিভিন্ন স্তরে বিশিষ্ট গুণীরা রয়েছেন বিচারকমণ্ডলীতে যেমন – মাননীয় অমরেশ সিংহ ( সমাজসেবী ), তাপস মণ্ডল ( মানবাধিকার কর্মী ), শ্যাম সুন্দর ঘোষ ( নাট্যকার ), সুকান্ত ঘোষ ( সাংবাদিক ), আনুকাঁজি ( সমাজকর্মী ), মোল্লা জসিমউদ্দিন ( কবি ), অভিজিৎ ঘোষ ( সাংবাদিক )।