নস্টালজিয়ারপ্রাসাদঃ জেবুননাহারজনিঃ পাঁচিলের ক্রন্দন রোলে ভারাক্রান্ত পৃথিবী মসজিদ – মন্দির – গির্জা ভেঙ্গে আলিঙ্গনে দোলে রূপালি প্রাসাদ স্তব্দ গ্রীবায় নক্ষত্রের নস্টালজিয়া পড়ে রক্তের চমকে রক্তের ব্যাঞ্জন মানুষ হবার চেষ্টায় ঊন-মানুষের দল কেবলি খোঁজে পর জন্মের অনন্ত অন্তিমতা বৈরি ঝিলিকে অসমতল প্রশ্নে শব ধোয় কলঙ্ক মেঘাচ্ছন্ন উপমায় স্নিগ্ধশূন্যতা থমকে দাড়ায় বিভীষিকা স্রোতে মোহিনী হাওয়া ভাসে তৃষিত অনুতাপের দ্যোতনার দ্রোহের মনস্কামনায় সদ্য অভিপ্রায় রুপান্তরের নীলাম্বর রেখাপাতে সমর্পণের মালা গাঁথা হয়না আর…
কবিতা
শনিবার,১৭/১০/২০১৫
442
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: