নিজস্ব সংবাদদাতাঃ কাটোয়া সাবডিভিশনাল প্রেস কর্নার এই প্রথম বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকে শারদ সম্মান – ২০১৫ পুরস্কার দিলেন। পঞ্চমীর শুভ সন্ধ্যায় পুজো উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দিলেন। প্রথম – নতুনহাট ইচ্ছাময়ী। দ্বিতীয় – কাশেমনগর সার্বজনীন। তৃতীয় – নিগন ভ্রাতৃসংঘ। এই পুরস্কার পাওয়ার পর পুজো মণ্ডপে গুলিতে মানুষের ঢল নামে। প্রথম এই রকম অনুষ্ঠান হওয়াতে মানুষের প্রশংসা পেয়েছে কাটোয়া সাবডিভিনাল প্রেস কর্নার।
শারদ সম্মান – ২০১৫
রবিবার,১৮/১০/২০১৫
538