কালিয়াগঞ্জে পূজো প্যান্ডেলের লাইটের কাঠামো ভেঙ্গে আহত দুই


বৃহস্পতিবার,২২/১০/২০১৫
567

 বিকাশ সাহাঃ   পূজো প্যান্ডেলের ডিজিটাল লাইটের কাঠামো ভেঙ্গে আহত হল দুই বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে। কালিয়াগঞ্জের রসিদপুর (কালিতলা) দূর্গা পূজা কমিটির ডিজিটাল লাইটের কাঠামো ১০-এ রাজ্য সড়কের উপর খাঁড়া ছিল। এদিন দশমীর পূজো শেষে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি শুরু হয় কালিয়াগঞ্জে। ঝড়ো হাওয়ার কবলে পরে পরপর দুটি লাইটের কাঠামো ভেঙ্গে পরে রাজ্য সড়কের উপর। সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিল দুই বাইক আরোহী। তাঁদের উপর লাইটের একটি কাঠামো ভেঙ্গে পড়লে এক বাইক আরোহী অল্প বিস্তর আহত হয়। অপর এক বাইক আরোহীর পেটের ডান দিকে কাঠামোর বাঁশ ঢুকে যায়। স্থানীয় মানুষজন গুরুতর আহত বাইক আরোহী ভানু রায়কে(২৫) কালিয়াগঞ্জ  স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করে। তাঁর অবস্থার আরও অবনতি হলে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ভানু রায়কে রায়গঞ্জ জেলা হাসপাতালে স্থানান্তরিত করে। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষন রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পরে। স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহায়তায় লাইটের কাঠামোর বাঁশ কেটে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। এই দুর্ঘটনার জেরে কালিয়াগঞ্জের রসিদপুর এলাকার ও পূজো কমিটির মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। গুরুতর আহত ভানু রায়ের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি এলাকায়, না উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বিন্দোলে, তা নিতে এখনও পর্যন্ত নিশ্চিত হতে পারেনি কেউ।  DSCN8170

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট