বিকাশ সাহাঃ বেসরকারী নার্সিং হোম থেকে সদ্যজাত শিশুকে মুখে করে নিয়ে পালাল কুকুর। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের একটি বেসরকারি নার্সিং হোমে। এদিন মঙ্গলবার বিকেলে রায়গঞ্জের দেবীনগর এলাকার একটি বেসরকারী নার্সিং হোম থেকে একটি সদ্যজাত শিশুকে মুখে নিয়ে একটি কুকুরকে পালিয়ে যেতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা কুকুরটির পেছনে ধাওয়া করলে প্রায় ১০০ মিটার দূরে একটি পুকুরের পাশে শিশুটিকে মুখ থেকে ফেলে পালিয়ে যায় কুকুরটি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। নার্সিং হোমের কর্ণধার ডি এম মজুমদার জানিয়েছেন, এব্যাপারে আমি কিছু জানি না। বিষয়টি খোঁজ নিয়ে জানার পর এব্যাপারে বলতে পারবো। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
রায়গঞ্জের বেসরকারী নার্সিং হোম থেকে সদ্যজাত শিশুকে মুখে করে নিয়ে পালাল কুকুর
মঙ্গলবার,২৭/১০/২০১৫
391
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: