পরিতোষ বর্মণঃ গত মঙ্গলবার রাতে বেশ কয়েকজন মদ্যপ যুবক গঙ্গারামপুর থানার বোড়ডাঙ্গি এলাকায় এলাকাবাসিদের উত্তপ্ত করলে প্রতিবাদে সরব হয় এলাকার বাসিন্দারা। এরপর মদ্যপ যুবকরা দলবল নিয়ে তান্ডব চালায় বোড়ডাঙ্গি এলাকায়। ভাঙচুর হয়েছে এলাকার বেশ কয়েকটি দোকান ও বাড়ি। স্থানীয় দুই যুবককে সামনে পেয়ে ব্যাপক মারধোর করে তারা। ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাদের চিকিৎসার জন্য ভর্তি করানো হয় গঙ্গারামপুর হাসপাতালে। আহত দুই যুবকের নাম টোটন রাজবংশী ও শুভ সূত্রধর। স্থানীয় বাসিন্দারা ঘটনার লিখিত অভিযোগ দায়ের করে গঙ্গারামপু থানায়। তাদের দাবি দিনের পর দিন বহিরাগত দুষ্কৃতিরা মদ্যপ অবস্থায় তান্ডব চালিয়ে যাছে এলাকায়। ফলে চরমভাবে বিঘ্নিত হছে এলাকার শান্তি শৃঙ্খলা। এদিন দুষ্কৃতিদের শনাক্ত না করতে পারলেও পুলিশ দুষ্কৃতিদের খোঁজে তল্লাশি শুরু করেছে।
মদ্যপ যুবকদের অত্যাচারে অতিষ্ঠ সাধারণ মানুষ
বুধবার,২৮/১০/২০১৫
382
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: