বার্সা নেইমারকে রাখতে চাইছে না

খবরইন্ডিয়াঅনলাইনঃ    শোনা যাচ্ছে   লিওনেল মেসির সঙ্গে লাইফটাইম চুক্তি করতে যাচ্ছে বার্সেলোনা। এর অর্থ, যতদিন ফুটবল খেলবেন মেসি, ততদিন তিনি বার্সাতেই থাকবেন।

চুক্তির বিষয়টা এখনও স্পষ্ট না হলেও, বার্সার সাবেন প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তার দৃঢ় বিশ্বাস, অবসর না নেওয়া পর্যন্ত মেসি বার্সাতেই থাকবেন এবং এ বিষয়ে বার্সার বর্তমান ম্যানেজমেন্টও সঠিক পদক্ষেপ নেবে। প্রয়োজনে মেসিকে ধরে রাখতে বার্সা নেইমারকেও বিক্রি করে দিতে পারে বলে মন্তব্য করেছেন কাতালান ক্লাবটির সাবেক প্রেসিডেন্ট।

বেশ কয়েক মৌসুম থেকেই শোনা যাচ্ছিল, মেসিকে কিনতে চায় ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি এমনকি জার্মানির কয়েকটি ক্লাব। এমনকি বাই আউট ক্লজ পরিশোধ করে হলেও মেসিকে পেতে চায় তারা। বিশেষ করে ইংল্যান্ডের চেলসি, ম্যানসিটি কিংবা ফরাসি লিগের পিএসজি। সম্প্রতি এই গুঞ্জনে ঢাল-পালা মেলার আরও বড় কারণ হচ্ছে, স্পেনে পারিশ্রমিক আর ট্যাক্সের আনুপাতিক হার অনেক বেশি হওয়া। যে কারণে বিরক্ত মেসি স্পেন ছেড়েও যেতে পারেন বলে শঙ্কা প্রকাশ করছেন অনেকেই।

রিপোর্টে বলা হয়েছে, স্পেনে কর ব্যবস্থা অনেক বেশি পরিমানে। যা আয় হয়, তার অধিকাংশই দিয়ে দিতে হয় আয়কর হিসেবে। এমনকি ধারণা করা হচ্ছে, আগামী জানুয়ারিতে বার্সার ওপর থেকে ফিফার দেয়া ট্রান্সফারের নিষেধাজ্ঞা উঠে গেলে করের বোঝা আরও এক দফা বাড়াতে পারে স্প্যানিশ কর্তৃপক্ষ।

আবার বার্সা সহ-সভাপতি সুসানা মোঞ্জে সম্প্রতি জানিয়েছেন, নতুন খেলোয়াড় চুক্তিবদ্ধ করানোর জন্য তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ অর্থ রয়েছে। কারণ, ২০১৪-১৫ মৌসুমে তারা রেকর্ড পরিমান ৬০৮ মিলিয়ন ইউরো রাজস্ব আয় করেছে।

এমন পরিস্থিতিতে এসে লাপোর্তা বলেছেন, বার্সা কখনওই মেসিকে বিক্রির কথাও চিন্তা করতে পারে না। তিনি বলেন, ‘আমি যখন বার্সার প্রেসিডেন্ট ছিলাম তখনও ইন্টার মিলানের পক্ষ থেকে মেসিকে বিক্রি করে দেয়ার অনেক প্রস্তাব পেয়েছি। এমনকি তারা রিলিজ ক্লজও পরিশোধ করতে চেয়েছিল। কিন্তু আমি সব সময়ই বলেছি এটা কখনওই সম্ভব নয়। আমি যদি আবারও প্রেসিডেন্ট হই, তাহলে মেসি কখনওই বার্সা ত্যাগ করবে না।’

বার্সেলোনায় রিপোর্ট বেরিয়েছে, বর্তমান প্রেসিডেন্ট হোসে মারিয়া বার্তেম্যু চেষ্টা করছেন মেসি এবং নেইমারের সঙ্গে নতুন চুক্তি করার। লাপোর্তা বিশ্বাস করেন, মেসি কখনওই বার্সা ছাড়বে না। অবসর না নেওয়া পর্যন্ত তিনি ক্যাম্প ন্যুতেই থাকবেন। নেইমারের প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, বার্সা হয়তো বাধ্য হবে নেইমারকে বিক্রি করে দিতে।

কেন নেইমারকে বিক্রি করতে হবে? জবাবে লাপোর্তা বলেন, ‘বার্সার বর্তমান পরিস্থিতি খুব একটা ভালো নয়। বার্তেম্যু’র একাউন্টসের যা অবস্থা, তাতে করে তাকে হয়তো বড় কোন সম্পদ বিক্রি করতে হবে, নয় তো বড় কোন খেলোয়াড়। সবচেয়ে ভালো পন্থা হতে পারে, বড় কোন খেলোয়াড়কে বিক্রি করা। আবার দেখা যাচ্ছে, ম্যানচেস্টার ইউনাইটেডও নেইমারকে কিনতে খুব আগ্রহী।

admin

Share
Published by
admin
  • https://www.banglaexpress.in/ Ocean code:

Recent Posts

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ: মন্তব্য করলেন চন্দ্রিমা ভট্টাচার্য

রাজভবনের এক কর্মীর অভিযোগ হেয়ার স্ট্রিট থানায় রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। রাজভবনে অস্থায়ী কর্মী হিসেবে…

12 hours ago

মনোনয়নপত্র জমা দেওয়ার আগে নিজে রক্তদান করলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব

সামাজিক বার্তা, পরিবেশ বার্তা। নিজের মনোনয়নপত্র জমা দেওয়ার আগে নিজে রক্তদান করলেন ঘাটালের তৃণমূল প্রার্থী…

12 hours ago

কুণাল ঘোষকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দিল রাজনীতির অবসান বা শুরু?

রাজনীতির সময়ে অনেক সময় আসে যখন সাধারণভাবে একজন রাজনৈতিক কর্মীর কাছে এক পদ দিয়ে দেওয়া…

2 days ago

রজনীকান্ত এবার সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে সব রেকর্ড ভেঙে দিলেন

তিনি ভারতীয় তামিল চলচ্চিত্রের মহাতারকা রজনীকান্ত। শুধু তামিল ভাষাতেই হিন্দি, তেলেগু, কন্নড় ও ইংরেজি ভাষার…

3 days ago

নির্মাতা অনিরুদ্ধ’র আরেকটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জয়া

কলকাতার নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘কড়ক সিং’ নামের হিন্দি ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে বাংলাদেশী…

3 days ago

বলিউড ডিভা শিল্পা শেঠির সম্পত্তির সম্পত্তি বাজেয়াপ্তি: সন্তানসহ মুম্বাই ছেড়ে প্রত্যাবর্তন

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা তার আর্থিক মুদ্রার এক ধারালো নিয়ে সম্পত্তি বাজেয়াপ্তি…

3 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: