খবরইন্ডিয়াঅনলাইনঃ বোল্ড ফটোশ্যুট করেছেন মডেল তথা অভিনেত্রী কেলি ব্রুক, একটি ক্যালেন্ডারের জন্য। বলতে গেলে নিজেকে প্রায় পুরোই নগ্ন করেছেন তিনি।
তাঁর ন্যুড ছবি সম্প্রতি ইন্টারনেটে ফাঁস হয়ে গিয়েছে। সম্প্রতি হ্যাকারদের পাল্লায় পড়েছিলেন তিনি। তাঁর বেশ কিছু নগ্ন ছবি ইন্টারনেটে ছেড়ে দেয় হ্যাকাররা।
একটি ওয়েবসাইটের দাবি, কেলির এরকম প্রায় ২৪টি ছবি ফাঁস হয়ে গিয়েছে। এই নিয়ে দ্বিতীয়বার কেলি এমন অভিজ্ঞতার মুখোমুখি হলেন।
গত বছরও সাইবার হ্যাকাররা কেলির সঙ্গে বেশ কিছু নামী মানুষের অন্তরঙ্গ মূহূর্তে তোলা ছবি ফাঁস করে দিয়েছিল। এমন একটি ছবিতে টপলেস কেলিকে পাওয়া গিয়েছে। তারপরই কেলি হ্যাকারদের ব্যাপারে সতর্ক থাকার কথা বলেছিলেন। নেটের যুগে আর কোন প্রাইভেসি রইলো না।
Auto Amazon Links: No products found.