দক্ষিণ দিনাজপুরে গ্রামীণ হস্তশিল্প মেলা – ২০১৫


শনিবার,৩১/১০/২০১৫
622

 পরিতোষ বর্মণঃ   শুক্রবার থেকে শুরু হল দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডী ব্লকের গ্রামীণ হস্তশিল্প মেলা ২০১৫। শুক্রবার বিকেল ৫টা নাগাদ কুশমণ্ডী ব্লকের মহিষ বাথানে এই মেলার শুভ উদ্বোধন করেন জেলা শাসক তাপস চৌধুরী। আগামী ২রা নভেম্বর পর্যন্ত চলবে এই মেলা। কাঠের তৈরি মুখোশ সহ বাঁশের তৈরি বিভিন্ন সামগ্রী নিয়ে প্রদর্শনী ও বিক্রির জন্য হাজির হয়েছেন স্থানীয় বিভিন্ন এলাকার শিল্পীরা। লুপ্তপ্রায় এই হস্ত শিল্পকে বাঁচিয়ে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে “বাংলা ডট কম”। এই বাংলা ডট কমের উদ্যোগেই গত বছর থেকে মহিষ বাথানে চালু হয়েছে তিনদিনের গ্রামীণ হস্ত শিল্প মেলা। উদ্বোধনী অনুস্থান হিসাবে পরিবেশিত হয় স্থানীয় ঐতিহ্যবাহী মুখোশ নৃত্য এছারাও পরিবেশিত হয় পুরুলিয়া জেলার ছৌ-নাচ। প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত খোলা থাকবে মেলা। বাঁশ ও কাঠের তৈরি নিজেদের শিল্প কর্ম প্রদর্শনী ও বিক্রি করার সুযোগ পেয়ে একদিকে যেমন খুশি গ্রামীণ শিল্পীরা, তেমনি মেলা ঘুরে প্রয়োজনীয় ও পছন্দের জিনিস কিনতে পেরে খুশি এলাকার সাধারণ মানুষও। Paritosh Barman_photo

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট