BSNL – এর আধিকারিককে ঘেরাও


শনিবার,৩১/১০/২০১৫
534

পরিতোষ বর্মণঃ    শনিবার বিকেল থেকে অনির্দিষ্ট সময়ের জন্য বালুরঘাট বিএসএনএলের এক্সচেঞ্জের এক আধিকারিককে ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিএসএনএল এমপ্লয়ী ইউনিয়নের সদস্যরা। বেশ কিছু দিন আগে বালুরঘাট শহরে স্ট্রীট কর্ণার মোড় এলাকায় পুরোনো ব্রীজ ভেঙে নতুন ব্রীজের কাজ শুরু হয়েছে। ব্রীজ নির্মাণের জন্য পুরোনো ব্রীজটি ভাঙার ফলে বিএসএনএলের বেশ কয়েকটি অপটিক্যাল ফাইবার কাটা পড়ে। ফলে শহরের বেশ কয়েকটি ব্যাঙ্কের ব্রডব্যান্ডের সঙ্গে সঙ্গে বেশ কয়েটি মোবাইল টাওয়ারের পরিষেবা বন্ধ হয়ে রয়েছে। বন্ধ হয়েছে রেলের টিকিট বুকিং কাউন্টার। এছারাও আগামীকাল থেকে সহ বেশ কিছু জায়গায় বিএসএনএলের বিভিন্ন পরিষেবা বন্ধ হতে যাচ্ছে। এমত অবস্থায় বালুরঘাট তথা জেলা জুড়েই ব্যাপক অসুবিধায় পড়েছে গ্রাহকেরা। বিষয়টি এমপ্লয়ী ইউনিয়নের পক্ষ থেকে বালুরঘাটের এজিএম নিতীন সরকার, জেটিও ই আনসারি সহ রায়গঞ্জ ডিভিশনে জানানো হয়েছে। এর পরেও সমস্যার কোন সুরাহা না হওয়ায় আজ বিকেল থেকে বালুরঘাট এক্সচেঞ্জের এসডিটিও প্রাণকৃষ্ণ রায়কে ঘেরাও করে বিক্ষোভ দেখান বিএসএনএল এমপ্লয়ী ইউনিয়নের সদস্যরা। দ্রুত এই সমস্যা সমাধানের আশ্বাস না পাওয়া পর্যন্ত এই বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন বিক্ষোভকারিরা। রাত ৯টায় শেষ খবর পাওয়া পর্যন্ত বিএসএনএল আধিকারিক ঘেরাও মুক্ত হয়নি।
অন্য দিকে বি এস এন এলের ঘেরাও হওয়া আধিকারিক প্রাণকৃষ্ণ রায় জানান, তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। তবে তিনি এখন পর্যন্ত কারো সঙ্গে যোগাযোগ করে উঠতেই পারেননি। এই সমস্যা কবে সমাধান হবে তা নিশ্চিত করে বলতে পারছেন না তিনি। Paritosh Barman_photo

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট