রণবীর সিং রেগে গেছেন


সোমবার,০২/১১/২০১৫
569

খবরইন্ডিয়াঅনলাইনঃ     দীপিকার পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখার চেষ্টা করেন রণবীর। সম্ভবত তিনি দীপিকার সঙ্গে তার সম্পর্ককে নতুন মোড় দিতে আগ্রহী।
কিন্তু রণবীরের কাছ থেকে নিজের পরিবারকে সব সময়ই একটু দূরে সরিয়ে রাখতে চান দীপিকা।

এই গুঞ্জনের সূত্রপাত হয়েছে সাম্প্রতিক এক ঘটনাকে কেন্দ্র করে।  দৈনিক ডেক্কান ক্রনিকল বলছে,’বাজিরাও মাস্তানি’র শুটিং শেষে পরিবারের সঙ্গে সময় কাটাতে ব্যাঙ্গালুরু যাওয়ার পরিকল্পনা করেন দীপিকা। আর এই সফরে দীপিকার সঙ্গী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন রণবীর। কিন্তু দীপিকা সাফ জানিয়ে দেন, এই সফরে থাকছে না পরিবারের বাইরের কেউ।

স্বাভাবিকভাবেই দীপিকার এই উত্তরে মর্মাহত হন রণবীর। কিছুটা রেগেও যান।

গণমাধ্যমে বরাবরই দীপিকার প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেছে রণবীরকে। তাদের সম্পর্কের ব্যাপারে প্রশ্নের জবাবে হেয়ালি করলেও প্রেমের ইঙ্গিত ঠিকই দিয়েছেন রণবীর। অন্যদিকে দীপিকা সব সময়ই এ বিষয়ে নীরবতা বজায় রেখেছেন।

‘রাম-লিলা’র পর আবারও সঞ্জয় লিলা বানসালির সিনেমার মাধ্যমে পর্দায় ফিরছেন এই জুটি। তাদের নতুন সিনেমা ‘বাজিরাও মাস্তানি’তে আরও দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট