পরিতোষ বর্মণঃ রবিবার রাতে হিলি থানার ত্রিমোহিনী এলাকায় একটি বেসরকারি বাসে হানা দিয়ে প্রায় এক কেজি সোনা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো বিএসএফ জওয়ান। উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য ২৫ লক্ষ ৬ হাজার ৮২৭ টাকা। ধৃত ব্যক্তির নাম মিলন দাস(৩৫)। বাড়ি হিলির বক্সীগঞ্জ এলাকায়। আজ তাকে বালুরঘাট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বিএসএফ সূত্রে জানা গেছে, ধৃত মিলন দাস সোনা বাহকের কাজ করে। উদ্ধার হওয়া সোনা সে হিলি থেকে মালদা নিয়ে যাচ্ছিল। রায়গঞ্জ সেক্টরের ডি আই জি জর্জ মাঞ্জুরাম জানিয়েছেন, বিগত একমাসে বিএসএফের এটি দ্বিতীয় বড় সাফল্য। এর আগে গঙ্গারামপুর থেকে লক্ষাধিক টাকার নিষিদ্ধ কফ সিরাফ বাজেয়াপ্ত করে বিএসএফ। এরপর রবিবার লক্ষাধিক টাকার সোনা বাট উদ্ধার করে তারা।
হিলি থানা এলাকা থেকে প্রায় ১ কেজি সোনা ধরলো বিএসএফ
সোমবার,০২/১১/২০১৫
416
Loading...