তিব্বত সরকার চিনের উপর বিরক্ত


মঙ্গলবার,০৩/১১/২০১৫
584

খবরইন্ডিয়াঅনলাইনঃ   আক্রমণ নয়,  নেই রাজনৈতিক বার্তাও। তবে, ঘুরিয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট করার দায় চিনের উপরে চাপিয়ে বেজিং-এর সমালোচনায় মুখর হলেন  তিব্বত সরকারের প্রধানমন্ত্রী লবসাং সাংগে।

স্বাধীন তিব্বতের সমর্থনে ভারতে ‘অল ইন্ডিয়া টিবেট সাপোর্ট গ্রুপ’ তৈরি করা হয়েছে। প্রতি বছর তারা তিব্বত বিষয়ক সম্মেলনের আয়োজন করে। গুয়াহাটির তাদের পঞ্চম সম্মেলনে লবসাং বলেন, ‘‘চিন যে ভাবে ব্রহ্মপুত্রের উৎস ও উজানি অংশে একের পর এক বাঁধ তৈরি করছে— তাতে বিপদ আসন্ন। তারা নিজেদের স্বার্থে ভারত, বাংলাদেশ, মায়ানমারের সর্বনাশ ডেকে আনছে।’’ তাঁর মতে, ব্রহ্মপুত্র উত্তর-পূর্ব ভারতের জীবনরেখা। এত গুলি বড় বাঁধ গড়ার ফলে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হবে। ভারত হয়ে ঢোকা সাংপোর নামনি অংশে কমে যাবে জলের পরিমাণ।

ভারত যে ভাবে তিব্বতি নেতাদের আশ্রয় দিয়েছেন তার প্রশংসায় সাংগে জানান, ভারতের বিভিন্ন অংশের মানুষ ও মানবাধিকার সংগঠনগুলি স্বাধীন তিব্বতের দাবির পাশে দাঁড়িয়েছেন।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট