বিকাশ সাহাঃ কালী পূজোকে কেন্দ্র করে শব্দ দূষণ প্রতিরোধে সচেতনতা মূলক পদযাত্রায় পা মেলালেন সাধারণ মানুষ থেকে পুলিশ কর্মীরা। এদিন বৃহস্পতিবার বিকেলে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে শব্দ দূষণ প্রতিরোধে সচেতনতা মূলক পদযাত্রা শুরু হয়। রায়গঞ্জ থানা থেকে পদযাত্রা শুরু হয়ে বিদ্রোহী মোড় হয়ে শিলিগুড়ি মোড়ে এসে পদযাত্রা শেষ হয়। রায়গঞ্জ থানার ব্যবস্থাপনায় শুরু হওয়া এই পদযাত্রায় অংশ নেন রায়গঞ্জ থানার আইসি গৌতম চক্রবর্তী, রায়গঞ্জের বিধায়ক তথা রায়গঞ্জ পৌরসভার পৌরপতি মোহিত সেনগুপ্ত, উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি পূর্ণেন্দু দে, উত্তর দিনাজপুর জেলা প্রেস ক্লাবের সম্পাদক অলিপ মিত্র সহ রায়গঞ্জের বিশিষ্ট নাগরিকবৃন্দ।
রায়গঞ্জ থানার উদ্যোগে শব্দ দূষণ প্রতিরোধে সচেতনতা মূলক পদযাত্রা
বৃহস্পতিবার,০৫/১১/২০১৫
560
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: