পরিতোষ বর্মণঃ গাড়ি সহ ৩ হাজার বোতল নিষিদ্ধ কফ সিরাফ বাজেয়াপ্ত করলো ১৯৯ ব্যাটেলিয়নের বিএসএফ জওয়ানরা। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে হিলি থানার বালুপাড়া এলাকায় বিএসএফ জওয়ানরা হানা দিয়ে একটি মারুতি ভ্যানকে আটক করে। তল্লাশি চালানোর সময় গাড়ি থেকে প্রায় ৩ হাজার বোতল নিষিদ্ধ কফ সিরাফ উদ্ধার হয়। উদ্ধার হওয়া কফ সিরাফের বাজার মূল্য প্রায় ৩ লক্ষ ১৭ হাজার টাকা। ঘটনায় গাড়ির চালক শায়ন মালি(৩০) সহ দু’জনকে গ্রেফতার করে তারা। ধৃত অপর জনের নাম পঙ্কজ দাস(৩৩)। বিএসএফের প্রাথমিক অনুমান বাজেয়াপ্ত করা নিষিদ্ধ কফ সিরাফ গুলি চোরা পথে বাংলাদেশে পাচার হবার জন্য আনা হয়েছিল।
গ্রেফতার হওয়া দু’জন সহ বাজেয়াপ্ত করা নিষিদ্ধ কফ সিরাফ ও গাড়িটি আজ হিলি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে বিএসএফের অ্যাসিস্টেন্ট কমান্ডেন্ট ভারত সিং জানিয়েছেন।
Auto Amazon Links: No products found.