একই পরিবারে তিন শিশুর মৃত্যু


শনিবার,০৭/১১/২০১৫
534

পরিতোষ বর্মণঃ    খেলতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল তিন শিশুর। একই পরিবারের যমজ ভাই বোন সহ মোট তিন শিশুর মৃত্যুকে ঘিরে শোকের ছায়া এলাকায়। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের চকভৃগন এলাকায়। জানা গিয়েছে, শনিবার বিকেলে নকুল বর্মণের যমজ দুই ছেলে মেয়ে সহ তার ভাগ্নে বাড়ির পাশে পুকুরপারে খেলছিল। খেলার সময় পুকুরে বল পরে পড়ে গেলে সেই বল তোলার চেষ্টা করে বিশাল বর্মণ(১.৫), বর্নালী বর্মণ(১.৫) ও তন্ময় বর্মণ(২) নামে ওই তিন শিশু। কিন্তু দুর্ভাগ্য বসত হঠাৎই একে একে পুকুরে পরে যায় তিন জনেই। এই ঘটনার বেশকিছুক্ষণ পর ওই তিন শিশুকে কোথাও দেখতে না পেয়ে খোঁজ শুরু করে পরিবারের লোকজন। এরপর বাড়ির পাশে্র একটি পুকুরে জলে ভেসে থাকা ওই তিন শিশুর দেহ নজরে আসে । তড়িঘড়ি তাদের পুকুর থেকে উদ্ধার করে বালুরঘাট হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু সেখানে চিকিৎসকরা তাদের তিন জনকেই মৃত বলে ঘোষণা করে। মৃত্যু সংবাদে কান্নায় ভেঙ্গে পড়েন মৃত শিশুদের মা-বাবা ও পরিবারের লোকজন। ঘটনায় শোকের ছায়া নেমে আসে হাসপাতাল চত্বরে।Paritosh Barman_photo

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট