পর পর হার ওয়েস্ট ইন্ডিজের


সোমবার,০৯/১১/২০১৫
513

  খবরইন্ডিয়াঅনলাইনঃ   শেষ ম্যাচেও হারের বৃত্ত থেকে বের হতে পারল না ওয়েস্ট ইন্ডিজ। ১৯ রানে হেরে প্রথমবারের মতো শ্রীলঙ্কাকার কাছে হোয়াইটওয়াশ হলো সফরকারী ক্যারিবিয়ানরা।  আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার টস হেরে ব্যাটিংয়ে নামে সফরকারীরা। আগের দুই ম্যাচের মতো এদিনও ছিল বৃষ্টির দাপট। যে কারণে ৫০ ওভারের ম্যাচ নেমে আসে ৩৬ ওভারে। আর তাতে ৯ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ ২০৬ রান করে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে মারলন স্যামুয়েলস ৯৫ বলে অপারাজিত ১১০ রানের এক দুর্দান্ত এক ইনিংস খেলেন। তার ইনিংসটি সাজানো ছিল ১৫ চার আর ১ ছক্কায়। এছাড়া অধিনায়ক জেসন হোল্ডারের ব্যাট থেকে আসে ১৯ ও  ক্রেইগ ব্র্যাথওয়েট ১৮ রান করেন। স্বাগতিকদের হয়ে মালিঙ্গা, লাকমল, চামিরা ও অজন্তা মেন্ডিস নেন দুটি করে উইকেট। অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস একটি উইকেট পেলেও উইকেটশূন্য থাকেন শ্রীবর্ধনে। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে শ্রীলঙ্কার জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৬ ওভারে ১৯০ রান। ইনিংসের শুরুতে লঙ্কান দুই ওপেনার কুশল পেরেরা ও তিলকারত্নে দিলশান দারুণ শুরু করেন। ব্যক্তিগত ২১ রানে দিলশান ফিরে গেলেও পেরেরা খেলেন ৫০ রানের এক দুর্দান্ত ইনিংস। তিন নম্বরে নেমে ২১ রান করেন থিরিমান্নে। এরপর ২৩ রানে চান্দিমালও ১৭ রানে শ্রীবর্ধানে করে সাজঘরের পথ ধরেন। ২৭ রানে অধিনায়ক ম্যাথুস ও ১১ রানে শিহান জয়াসুরিয়া অপরাজিত থাকেন। শ্রীলঙ্কার স্কোর যখন ৩২.৩ ওভারে ১৮০ রান তখন আবারও বৃষ্টিবাধায় পড়ে ম্যাচটি। শেষ পর্যন্ত ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১৯ রানে জয় পায় শ্রীলংকা। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হোল্ডার ৪৪ রানে নেন দুইটি উইকেট। এছাড়া রবি রামপাল ও ক্রেইগ ব্র্যাথওয়েট নেন ১ উইকেট। ম্যাচসেরা হয়েছেন স্যামুয়েলস।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট