অভিনেত্রী অ্যাঞ্জেলিনা স্বামীর সাথে অভিনয় করে খুশি


সোমবার,০৯/১১/২০১৫
790

খবরইন্ডিয়াঅনলাইনঃ    স্বামীর সাথে অভিনয় করেছি  কিন্তু বিষয়টা সহজ ছিল না।’— কথাটা অ্যাঞ্জেলিনা জোলির। আর প্রসঙ্গ স্বামী ব্র্যাড পিট। সম্প্রতি স্ত্রীর পরিচালনায় ‘বাই দ্য সি’ সিনেমায় অভিনয় করেছেন ব্র্যাড। তার সহশিল্পীও ছিলেন জোলি। নতুন সিনেমার সঙ্গে ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’র সঙ্গে তুলনা করেন জোলি। বাস্তব জীবনের এ জুটির প্রথম সিনেমাটি মুক্তি পায় ২০০৫ সালে। এ প্রসঙ্গে জোলি বলেন, ‘প্রথম সিনেমায় অনেক মজার বিষয় ছিল। কিন্তু এবারের সিনেমার বিষয় বেশ ভারি।’ তিনি আরো জানান, বেশ ভারি ব্যাপার হলেও সিনেমাটির শেষ করার পর মনে হয়েছে পরস্পরের কাছ থেকে নতুন কিছু শিখেছেন। সে হিসেবে দাম্পত্য সম্পর্কের নতুন দিকও দেখেছেন তারা। আর পুরো বিষয়টি ভালো হয়েছে। কিন্তু সহজ ছিল না। বাধ্য স্বামীর মতো জোলির সঙ্গে একমত ব্র্যাড। সবকিছু যে আনন্দদায়ক ছিল এমন নয়। তবে একসঙ্গে বাসায় ফেরা, ঘুম থেকে উঠা, কাজ করা— এ সবই তার কাছে চমৎকার অভিজ্ঞতা। বিচ্ছেদের দোরগোড়ায় পৌঁছা এক দম্পতির কাহিনী নিয়ে নির্মিত হয়েছে ‘বাই দ্য সি’।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট