পরিতোষ বর্মণঃ কালি পূজার রাতে মদ খাওয়াকে কেন্দ্র করে বচসা। বচসার জেরে ছুরিতে হত দু’জন। গুরুতর আহত অবস্থায় ভুট্টু শীল নামে ওই যুবককে প্রথমে রসিদপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে মালদা রেফার করে চিকিৎসকরা। মঙ্গলবার মধ্য রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার পীরতলার অমর সংঘের পূজা মন্ডপে। ঘটনায় বংশীহারী থানার লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বংশীহারী থানার পীরতলার অমর সংঘের পূজা মন্ডপে মদ খাওয়াকে কেন্দ্র করে বচসায় জড়িয়ে পরে উজ্জ্বল মুখ্যার্জী ও সুমন সরকার। বিষয়টি জানতে পেরে মধ্যস্থতা করতে যায় ভুট্টু শীল। অভিযোগ, সেই সময় সুমন উজ্জ্বলকে আঘাত করতে গেলে ছুরির আঘাত লাগে ভুট্টুর পেটে। ছুরির আঘাতে উজ্জ্বলও আহত হন। ঘটনায় বংশীহারী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় আহতের পরিবারের পক্ষ থেকে। অভিযুক্ত সুমন সরকার খুনের আস্বামী বলে জানা গেছে। অন্য দিকে ঘটনার পর থেকে পলাতক সুমন সরকার।
Auto Amazon Links: No products found.