পরিতোষ বর্মণঃ এক সপ্তাহ আগে তপনের লস্কপুর এলাকায় অজানা জ্বরে আক্রান্ত হয়ে ক্লাস টেনের এক ছাত্রী মারা গেছিল বালুরঘাট হাসপাতালে। ঘটনার সপ্তাহখানেক পরে ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৯ জন। ঘটনাস্থলে জেলা স্বাস্থ্য দফতরের বিশেষ প্রতিনিধি দল। গ্রামের প্রায় ৫০ জনের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
জানা গেছে, গত ৬ই নভেম্বর অজানা জ্বরে আক্রান্ত হয়ে মারা যায় ক্লাস টেনের এক ছাত্রী। তারপর নতুন করে জ্বরে আক্রান্ত প্রায় ৫০ জন। এদের মধ্যে ৯ জন বালুরঘাট হাসপাতালে চিকিৎসাধীন। ইতি মধ্যে জ্বরে আক্রান্তদের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। জানা গেছে, এদের মধ্যে ১৪ জনের রক্তে ডেঙ্গির জীবাণু পাওয়া গেছে।
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে জানান, ইতি মধ্যে বেশ কিছু রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলেও সেই রিপোর্ট স্বাস্থ্য দফতরের হাতে এসে এখনো পৌঁছায়নি। তবে পাঁচ দিনের বেশী জ্বরে আক্রান্তদের উপর বিশেষ নজরদারি চালাছে স্বাস্থ্য কর্মীরা। বর্তমানে পরিস্থিতি অনেকাংশে স্থিতিশীল বলে জানিয়েছেন সুকুমার বাবু।
বালুরঘাটে ডেঙ্গু আক্রান্ত রোগী বেড়ে চলেছে
বুধবার,১১/১১/২০১৫
587